আদানির সঙ্গে বিদ্যুৎচুক্তি পুনর্মূল্যায়ন করা উচিত: ম. তামিম
জ্বালানিবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম বলেছেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যে চুক্তি হয়েছে তা পুনর্মূল্যায়ন করা উচিত।
অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র কমিটির এই সদস্য বলেন, অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের তুলনায় আদানির বিদ্যুতের দাম অনেক বেশি।
আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, বিশেষ করে কয়লা ব্যবহারের চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ম তামিম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছে। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে আদানি প্ল্যান্টের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয় ১৪.৮৩ টাক, যেখানে দেশে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয় ১২.৪৬ টাকা।
তবে আদানি ছাড়া ভারতের অন্য যেসব বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা হয় সেখানে সাশ্রয় হয় বলেও জানান তিনি। যেখানে বাংলাদেশে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১১.০২ টাকা সেখানে ভারত থেকে বিদ্যুৎ আসে ৮.৭৪ টাকা দরে।
Comments