আগরতলায় বাংলাদেশ মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা
আগ্রতলায় বাংলাদশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক প্রবেশ করে হামলার ঘটনা ঘটে।

আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে একদল বিক্ষোভকারী এ হামলা করে বলে জানা গেছে।

এ ঘটনায় সহকারী হাইকমিশনের দায়িত্বে থাকা ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

15h ago