আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ

ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ফেনীর বিলোনীয়া সীমান্তের অপর পাশে বাংলাদেশবিরোধী বিক্ষোভের প্রতিবাদে আজ বুধবার সকালে বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

আজ সকাল সাড়ে ৯টায় ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভকারীরা দুটি বাসে করে বিলোনীয়া সীমান্ত এলাকার উদ্দেশে রওনা হন। স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্বের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং সীমান্তে উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানান।

বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সমন্বয়ক মহিবিম তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজী উপজেলার সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গির আলম।

বিলোনীয়া সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদেরকে সীমান্তের ৩০০ মিটারের মধ্যে না আসার অনুরোধ জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম- ছাগলনাইয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ফেনীর বিজিবি ৪ ব্যাটালিয়নের সরকারি অধিনায়ক নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

এর আগে গত রোববার বিকেলে বিলোনীয়া সীমান্তের ভারতীয় অংশে একদল লোক জড়ো হয়ে উচ্চস্বরে মাইক দিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেন। এক পর্যায়ে তারা সীমান্তের শূন্যরেখায় চলে আসেন। এই ঘটনার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিজিবি। এর পরদিন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago