নীতি বাস্তবায়নে ব্যর্থতা ও সরকারের সদিচ্ছা নিয়ে আলোচনা হওয়া দরকার: রেহমান সোবহান
সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, নীতি বাস্তবায়নে ব্যর্থতা ও নীতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়ে আলোচনা হওয়া দরকার।
সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নাগরিক সমাজ, ব্যবসায়ী, শ্রমিক, এনজিওসহ সব অংশীজনকে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তাদের মতামত নেওয়া উচিত।
রেহমান সোবহান বলেন, বেশিরভাগ সময় নীতিমালা বাস্তবায়ন করা হয় না। এটি বাস্তবায়নের ব্যর্থতা। নীতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা একটি প্রকৃত সমস্যা। সুতরাং এটি নিয়ে আলোচনা করতে হবে।
তিনি বলেন, 'সরকার জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীল থাকে। জবাবদিহি প্রক্রিয়া নিয়ে তারা বেশ অস্বস্তি বোধ করে।'
'আগেকার সরকার আলোচনা শুনতে চাইত। অর্থমন্ত্রীরা আলোচনা শুনতে আগ্রহী ছিলেন। তবে, গত সাত-আট বছর ধরে যখন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট পর্যবেক্ষণ আসছিল, তখনই "রাবিশ" শব্দ ব্যবহার শুরু হয়,' বলেন তিনি।
Comments