২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করব। আপিলে আমরা মামলাগুলোর বিচারিক আদালতের রায় বহাল রাখার আবেদন জানাব।'
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আপিল করবে।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।
রায়ে হাইকোর্ট বলেছেন, বিচারিক আদালত বেআইনিভাবে রায় দিয়েছিল।
Comments