কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ

ট্রেন আটকে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: স্টার

বাংলাদেশের প্রথম দিককার রেলস্টেশন জগতিতে আবারও আন্তঃনগর ট্রেন থামানো ও স্টেশন আধুনিকায়নসহ ছয় দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

আজ শুক্রবার বিকেল থেকে ট্রেনটি আটকে রাখা হয়।

বিক্ষোভকারীরা বলছেন, আজকে থেকেই জগতি রেলস্টেশনে মেইল ট্রেনের যাত্রাবিরতি দিতে হবে। অন্যথায় কোনোভাবেই বেনাপোল এক্সপ্রেসকে জগতি ক্রস করতে দেওয়া হবে না।

জগতি রেলস্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল চারটায় স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়। পরে স্থানীয়রা ৪টা ৫৬ মিনিটে স্টেশন অতিক্রম করার সময় বেনাপোল এক্সপ্রেসটি আটকে দেন।

ছয়টি দাবি হলো—জগতি রেল-ভবনের সংস্কার করতে হবে, জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে অত্র এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, জগতি রেলস্টেশনের প্রথম রেল ভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন থামানোর ১০ মিনিট পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করছে রেল কর্তৃপক্ষ। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন ছাড়েনি বিক্ষোভকারীরা।

সরেজমিনে দেখা গেছে, কয়েকশ বিক্ষোভকারী ট্রেনের সামনে দাঁড়িয়ে আছেন।

বিষয়টি নিয়ে রেলওয়ের খুলনা বিভাগের গার্ড (গ্রেড-২) ও আটকে থাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক মাহবুব ইসলাম বলেন, কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দাবিগুলো জানানো হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো পূরণ করার আশ্বাস দিয়েছে।

Comments

The Daily Star  | English

Rishad should play ‘every single league possible’, says Malan

The 37-year-old former England batter expressed gratitude to Bangladesh cricket for helping shape his career.

20m ago