মাঝরাতে আন্দোলনে আহত বিক্ষোভকারীদের সামনে চার উপদেষ্টা

বুধবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আহত বিক্ষোভকারীদের কাছে যান অন্তর্বর্তী সরকারের চার জন উপদেষ্টা। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। মাঝরাতেও তাদের বিক্ষোভ অবস্থান অব্যাহত থাকে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখান অন্তর্বর্তীকালীন চার উপদেষ্টা উপস্থিত হয়ে দাবি মানার এবং আহতদের প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে বৈঠকের আশ্বাস দিলে আবার হাসপাতালে ফিরে যেতে রাজি হন বিক্ষোভকারীরা।

রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমানও তাদের সঙ্গে ছিলেন।

অবস্থানরত জনতার কাছে দুঃখপ্রকাশ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'আগামীকাল (আজ) দুপুর ২টায় সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলব। স্বাস্থ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে, (সাথে) জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের সরকারের দপ্তর থেকে যারা শহীদ ও আহতদের অর্থ ও পুনর্বাসনের দায়িত্বে আছেন, সবাই মিলে আমরা বসব আপনাদের সাথে।'   

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের একটি রূপরেখা তৈরি করে তা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মাহফুজ আলম।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমানকে আহতদের সামনে পরিচয় করিয়ে দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আমরা বুঝতে পেরেছি আমাদের ঘাটতি রয়েছে। আমরা যে আমাদের ব্যর্থতা, ঘাটতি থেকে শেখার চেষ্টা করছি তার প্রমাণ স্বাস্থ্য মন্ত্রণালয়ে উনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি।'

বিক্ষোভকারীদের কাছে দুঃখপ্রকাশ করে আহতদের পুনর্বাসনে সরকারের 'ঘাটতি' মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতি দেন আসিফ নজরুল।  

গতকাল দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক আহত ব্যক্তি পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা আহতদের সুচিকিৎসা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দ্রুত অর্থ হস্তান্তরের দাবি জানান।

রাতেও এই বিক্ষোভ অবস্থান চলতে থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নিহত আন্দোলনকারী মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সেখানে উপস্থিত হন। তারা দাবি মানার প্রতিশ্রুতি ও আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ থামাতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন।

Comments

The Daily Star  | English

Budget support from WB, ADB: $1.1b loan likely by December

Bangladesh to utilise the fund to speed up reforms, stabilise reserves

10h ago