নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। 

বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কবি নজরুলের নাতনি খিলখিল কাজীকে।

আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ এর ৬ ধারা অনুযায়ী সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে।

বোর্ডের সদস্যরা হলেন-কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান, নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম-সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি।

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বোর্ডের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ এর ৬ ধারা অনুযায়ী বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago