নজরুলের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। কবির প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে  সিনেমা, নাটক ও গানের অনুষ্ঠান। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি অনুষ্ঠান নিয়ে এই আয়োজন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে 'প্রিয়া তুমি সুখী হও' সিনেমাটি। এটি পরিাচলনা করেছেন গীতালি হাসান।

অভিনয় করেছেন ফেরদৌস, সোহেল রানা, সুচরিতা, ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ এবং আসিফ।
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'রাগিনী'। কাজী নজরুল ইসলামের 'আশান্বিতা' কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন- অপর্ণা, জিতু আহসান, শর্মিমালা প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম 'অগ্নিগিরি'। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী, মাসুম বাশার প্রমুখ।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ১০টা ২০মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। 

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

58m ago