লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার

ছবি: বাসস

যুদ্ধপরিস্থিতির কারণে লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি।

আজ শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বহনকারী বিমানটি সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রোববার বৈরুতে রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, দেশে ফিরতে আগ্রহী নাগরিকদের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছিল। এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন।

লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে আসেন। দ্বিতীয় দফায় গত বুধবার সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) দুই নবজাতকসহ মোট ৬৫ জন এবং বৃহস্পতিবার তৃতীয় দফায় সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) ৩১ বাংলাদেশি ঢাকায় পৌঁছেন।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। আইওএম-ইউএন মাইগ্রেশন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় লেবানন থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারকে সহযোগিতা করছে এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে।

লেবাননে আনুমানিক এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago