১০ দফা দাবিতে জয়দেবপুর স্টেশনে মানববন্ধন, ২ ঘণ্টা উত্তরের ট্রেন চলাচল বন্ধ
বন্ধ রাখা রেলের মাসিক টিকিট এবং টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু, জয়দেবপুর স্টেশনে সব ট্রেন থামানোসহ গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ উন্নয়নে ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।
আজ সোমবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর স্টেশনে এই কর্মসূচি চলার সময় উত্তরাঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হানিফ জানান, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরের রুটের যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
'গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন' নামের সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া পেশাজীবী নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ জানান, তাদের অন্য দাবিগুলো হলো—তুরাগ ট্রেনে চারটি মহিলা কোচসহ ১৬টি কোচ সংযুক্ত করে গাজীপুর-ঢাকা রুটে একাধিকবার চালানো, ভাড়ায় চালিত সব ট্রেনের ইজারা বাতিল করে রেল কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনা করা, গাজীপুর থেকে এয়ারপোর্ট ও কমলাপুর পর্যন্ত আসনবিহীন টিকিটের মূল্য ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা, ঈশা খাঁ, ভাওয়াল ও নোয়াখালী এক্সপ্রেস ট্রেনগুলোতে কমপক্ষে ১২টি বগি সংযুক্ত করা, ট্রেন ও প্ল্যাটফরম হকার ও ভিক্ষুকমুক্ত রাখা, জয়দেবপুর স্টেশনের পশ্চিম দিকে বিকল্প বাইপাস সড়ক নির্মাণ ও বিআরটি টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করা।
মানববন্ধনে বক্তব্য দেন ভাষাসৈনিক অ্যাডভোকেট আলাউদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আজমল ভূঁইয়া, শিক্ষকনেতা আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা কামরুল হাসান প্রমুখ।
Comments