দুর্গাপূজার মঞ্চে সংগীত পরিবেশনের ঘটনায় আটক ২

বৃহস্পতিবার রাতে পূজামণ্ডপের মঞ্চে সংগীত পরিবেশনের ঘটনা ঘটে।
পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে সংগীত পরিবেশন করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন—নুরুল করিম ও শহীদুল ইসলাম।

আজ সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র উপকমিশনার রইছ উদ্দীন বলেন, এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে আটক করেছি। তারা দুইজনই স্থানীয় মাদ্রাসার শিক্ষক। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি সজল দত্তের আমন্ত্রণে তারা সেখানে সংগীত পরিবেশন করেছেন। সজলের অনুরোধে তারা ছয়জন মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন।

সিএমপির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

তিনি আরও বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য সজল দত্তের খোঁজ করছি। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা জানতে আমরা কাজ করছি।

এর আগে এই ঘটনায় মামলা দায়ের হয়েছিল বলে আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. লিয়াকত আলী।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজও ডেইলি স্টারকে দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

She breathed her last at 12:37pm at Evercare Hospital where she was undergoing treatment

29m ago