বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ৩ অতিরিক্ত মহাপরিদর্শক

বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তারা হলেন র‌্যাবের সদ্য সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত) ড. খন্দকার মহিদ উদ্দিন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিনটি পরিপত্রে জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসরপরবর্তী সুবিধা পাবেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর তিন অতিরিক্ত আইজিপিসহ সাতজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সবমিলিয়ে ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের অন্তত ৩৪ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago