বাধ্যতামূলক অবসরে ২ অতিরিক্ত আইজিপিসহ ৪ পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ (এআইজিপি) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির ও ট্যুরিস্ট পুলিশের মীর রেজাউল আলম; পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি ইমাম হোসেন ও নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা প্রয়োগ করার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে পুলিশের প্রায় এক ডজন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

7h ago