সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার তাকে ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন হোসেন এ আদেশ দেন।
গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে তাকে ৪ আগস্ট ঢাকার তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছিল।
গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা একেএম রকিবুল আহমেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।
৪ আগস্ট বিকেল ৪টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ (২১) গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছাত্র-জনতার আন্দোলনে গত ১৮ জুলাই বাড্ডা এলাকায় দুলাল সরদারের মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।
আজ ভোরে বাড্ডা এলাকা থেকে সমীরকে গ্রেপ্তার করা হয়।
Comments