বাংলাদেশে অনুপ্রবেশ: আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করলো বিজিবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ ব্যাটালিয়নের ৬৩ নম্বর গৌরীপুর ক্যাম্পের সদস্য।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে দেড় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টর ব্যাটালিয়নের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইস আউল।
অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ সদস্য উপকুমার বলেছেন, তিনি ভুলবশত বাংলাদেশি ভূখণ্ডে চলে এসেছিলেন।
বিজিবি কর্মকর্তারা এমন ঘটনার পুনরাবৃত্তি না করতে বিএসএফ কর্মকর্তাদের সতর্ক করেন।
এর আগে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানিয়েছিলেন, আজ সকাল ১১টার দিকে ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করা হয়।
ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/সাব পিলার ৬-এ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। এ সময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
আহসানুল ইসলাম আরও জানান, আটকের সময় ওই বিএসএফ সদস্য ইউনিফর্মে থাকলেও নিরস্ত্র ছিলেন।
তাকে আটকের পরপরই বিজিবি কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন এবং পতাকা বৈঠকের জন্য সময় নির্ধারণ করেন।
Comments