বাংলাদেশে অনুপ্রবেশ: ঠাকুরগাঁওয়ে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে বিএসএফ সদস্য উপ কুমার দাসকে আটক করা হয়।

ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/সাব পিলার ৬-এ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। এসময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আহসানুল ইসলাম আরও জানান, আটকের সময় ওই বিএসএফ সদস্য ইউনিফর্মে থাকলেও নিরস্ত্র ছিলেন।

পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

16h ago