ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

বাইডেন-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে।

কোয়াড দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মধ্যে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে বাইডেনের বাসভবনে গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ইস্যুসহ ৭টি বিষয়ে বাইডেন ও মোদি আলোচনা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মোদি ও বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তবে, এ বিস্তারিত জানানো হয়নি প্রতিবেদনে।

এর আগে, গত মাসে দুই নেতার মধ্যে টেলিফোন কথোপকথনেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন মোদি।

 

Comments

The Daily Star  | English

ACC team to open lockers of 300 Bangladesh Bank officials 

The eight-member team, led by ACC Director Sayemuzzaman, reached the central bank around 12:30 pm today to conduct the search.  

52m ago