৬ কংগ্রেসম্যানের চিঠিতে অসঙ্গতি ও তথ্যের ফাঁক আছে: শাহরিয়ার আলম

শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানাতে যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যানের সঙ্গে ঢাকা যোগাযোগ করবে।

বাইডেনকে দেওয়া ওই ৬ কংগ্রেসম্যানের চিঠির তথ্যে অতিরঞ্জন, অসঙ্গতি ও ফাঁক আছে বলে উল্লেখ করেছেন তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

কংগ্রেসের ৬ সদস্য স্কট পেরি, ব্যারি মুর, ওয়ারেন ডেভিডসন, বব গুড, টিম বার্চেট ও কিথ সেলফ গত ২৫ মে প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দেন।

চিঠিতে তারা বাংলাদেশ সরকারের 'মানবাধিকার লঙ্ঘনের' ঘটনা বন্ধে এবং 'বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার সর্বোত্তম সুযোগ করে দিতে' জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

শাহরিয়ার আলম বলেন, 'আমরা চিঠিটি সংগ্রহ করেছি। এতে অনেক কিছু অতিরঞ্জিত করা হয়েছে, এমনকি তথ্যেও অসঙ্গতি আছে। এটা যথেষ্ট দুর্বল ও সস্তা চেষ্টা ছিল।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক, অতীতেও আমরা এমন চিঠি দেখেছি। নির্বাচন ঘনিয়ে আসায় ভবিষ্যতে আরও আসতে পারে।'

'কিন্তু, যেমন আমি বলেছি আমরা ওই কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগ করব। শুধু তারাই নয়, যাদের এসব বিষয়ে আগ্রহ আছে, আমরা তাদের সবাইকে চিঠিতে উল্লেখ করা বিষয়গুলো নিয়মিত আপডেট করব,' বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির মতো অন্য কোনো দেশ এমন নিষেধাজ্ঞা দিতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এগুলো গুজব ছাড়া কিছু নয়।'

ঘোষণা না করেই যদি তারা মার্কিন ভিসা নীতি অনুসরণ করে তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, 'তাহলে অপেক্ষা করি, দেখা যাক।'

প্রতিমন্ত্রী বলেন, 'যারা কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করেন এবং অনুশীলন করেন তারা জানবেন যে ভিসা একটি বৈদেশিক নীতির হাতিয়ার এবং এটি সব দেশের জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না।'

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

3h ago