'আমি মাজেদ নেতৃত্ব দিয়েই কুষ্টিয়া থানা ভাঙছি'

কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ এক সমাবেশে থানায় হামলার নেতৃত্ব দেওয়ার কথা দাবি করেন। ছবিটি ভিডিও থেকে নেওয়া।

শেখ হাসিনা সরকারের পতনের দিন কুষ্টিয়া মডেল থানা ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার কথা উন্মুক্ত সমাবেশে গর্বের সঙ্গে দাবি করেছেন জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ।

সমাবেশে উপস্থিত ছাত্র-জনতাকে সাক্ষী রেখে এই যুবদল নেতা বলেন, 'কুষ্টিয়ায় লাস্টের দিন, যেদিন ক্ষমতা হস্তান্তর হয়; সর্ব প্রথম কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।'

সম্প্রতি মাজেদের এক মিনিটের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে মাজেদকে আরও বলতে দেখা যায়, 'এমন একটা দিন নাই আমার তিনটি ছেলে আমার পরিবার, আমার চাচা চাচিরা আন্দোলনে যায় নাই। রক্তে টান দিয়েছে, রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না।'

এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাজেদ দ্য ডেইলি স্টারকে বলেন, '৫ আগস্টে বিজয়ের দুইদিন পর ৭ আগস্ট খাজানগর গ্রামে এক শান্তি সমাবেশে এই কথা বলে ফেলি। এটা আসলে মনের আবেগে বলে ফেলা বক্তব্য। আমি থানায় হামলা করিনি।'

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, '৫ ও ৬ আগস্ট মাজেদ কুষ্টিয়াতেই ছিল না। তার নেতৃত্বে থানায় হামলার হওয়ার বিষয়টি সঠিক নয়। এটা অতি উৎসাহী বক্তব্য।'

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার দিন ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট হয় থানার অস্ত্রাগার। আগুন দেওয়া হয় বহু যানবাহনে।

পরে ৯ আগস্ট কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) এস এম আব্দুল আলিম বাদী হয়ে মামলা করেন। অজ্ঞাতনামা ৮ থেকে ১০ হাজার জনকে আসামি করা হয়।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

41m ago