চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাস চলাচল বন্ধ
বাসের হেলপারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম- বাঁশখালী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাস প্রবেশ করছে চট্টগ্রামে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চন্দনাইশ এলাকায় সকাল ৬টায় মার্শা পরিবহনের এক হেলপারকে মারধর করেছে ওই এলাকার লোকজন।'
'পরে পরিবহন শ্রমিকরা নগরীর বাকলিয়ায় বশিরুজ্জামান গোল চত্বর এলাকায় এসে বোয়ালখালী ও কক্সবাজারগামী যান চলাচল বন্ধ করে দেয়,' যোগ করেন তিনি।
ওসি বলেন, কক্সবাজার থেকে বাস চট্টগ্রামে আসছে। তবে চট্টগ্রাম থেকে কোনো বাস ছাড়তে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।
Comments