খুলেছে কারখানা, গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নিরাপত্তায় গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। ছবি: স্টার

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক কারখানাসহ সব শিল্প প্রতিষ্ঠান। 

কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী, ভোগড়া বাইপাস, মাওনা ও কোনাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় দলে দলে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাজীপুরের সব কারখানা খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় প্রায় ৯০০ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।'

তিনি বলেন, 'গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরের ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।'

পরে গতকাল বিজিএমইএ'র সিদ্ধান্তে ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। 

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে কারখানা খোলা হয়। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। 

বিজিএমইএ'র সহসভাপতি নাসির উদ্দিন আজ সকাল ১১টায় ডেইলি স্টারকে বলেন, 'আশুলিয়ায় এখনো কিছু কারখানা বন্ধ আছে। তবে আজ গাজীপুরের সবগুলো পোশাক কারখানায় খোলা রাখা হয়েছে।' 

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

12h ago