ড. ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যার্তদের মানবিক সহায়তা দেবে তুরস্ক

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যার্তদের মানবিক সহায়তা দেবে তুরস্ক
ড. মুহাম্মদ ইউনূস ও রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাম থেকে) | ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

একইসঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

ড. ইউনূস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, 'বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে।'

এরদোয়ান বলেন, বাংলাদেশের সহায়তায় শিগগির তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন।

আলাপকালে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস এই প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago