ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে।

গতকাল শনিবার ডিএমপি কমিশনার মইনুল হাসান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

নতুন ওসিরা হলেন—

হাবিবুর রহমান- উত্তরা পূর্ব থানা।

মোক্তারুজ্জামান- কলাবাগান থানা।

রাহাত খান- তুরাগ থানা।

জিয়াউর রহমান- উত্তরখান থানা।

রেজাউল হোসেন- চকবাজার থানা।

সাইফুল ইসলাম- হাজারীবাগ থানা।

শাহরিয়ার হাসান- ক্যান্টনমেন্ট থানা।

এনামুল হাসান- কোতয়ালী থানা।

সাইফুল ইসলাম- সূত্রাপুর থানা।

খায়রুল ইসলাম- শাহজাহানপুর থানা।

ইয়াছিন আলী- সবুজবাগ থানা।

আব্দু শাহেদ খান- গেন্ডারিয়া থানা।

গাজী শামীমুর রহমান- তেজগাঁও শিল্প এলাকা থানা।

সাইফুল ইসলাম- হাতিরঝিল থানা।

মোজাম্মেল হক- শেরেবাংলা নগর থানা।

রাসেল সারোয়ার- বনানী থানা।

কাজী গোলাম মোস্তফা- কাফরুল থানা।

মাহমুদুল হাসান- শাহ আলী থানা।

ইলিয়াস হোসেন- ডেমরা থানা।

ফয়সাল আহমেদ- ওয়ারী থানা।

মাহমুদুর রহমান- কদমতলী থানা।

শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ- ভাষানটেক থানা।

দাউদ হোসেন- মতিঝিল থানা।

মহিউল ইসলাম- মোহাম্মদপুর থানা।

আলী ইফতেখার হোসেন- খিলগাঁও থানা।

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

1h ago