আশুলিয়ায় ৩ পুলিশ হত্যার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে ২ মামলা

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় ডিভিশনাল স্পেশাল ব্রাঞ্চ ও স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি ও এসবি) তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

একটি মামলায় অজ্ঞাত ১৫০ জনকে ও অপর মামলায় সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত এএসআই সোহেল রানার স্ত্রী রেশমা পারভীন। অপর মামলাটি দায়ের করেন নিহত এসবির এএসআই রফিকুল ইসলামের স্ত্রী রাব্বি আক্তার।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্যরা হলেন ঢাকা জেলার ডিএসবি আশুলিয়া জোনে কর্মরত এএসআই সোহেল রানা, এএসআই রাজু আহমেদ এবং মালিবাগ এলাকায় কর্মরত এএসআই রফিকুল ইসলাম। এএসআই রফিকুল ইসলামকে ডিউটি শেষে আশুলিয়ার জিরানিবার এলাকার বাড়িতে ফেরার সময় আশুলিয়া থানা রোডের মাথায় পিটিয়ে হত্যা করা হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh win first-ever T20I series in West Indies

West Indies won the toss and opted to bowl in the second T20I against Bangladesh in St. Vincent. Bangladesh won the first T20I, making the second T20I a do-or-die affair for the hosts.

4h ago