টিকিটে বাড়তি ভাড়া, জয়দেবপুরে যাত্রীদের প্রতিবাদ

টিকিটে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে যাত্রীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

টিকিট কাউন্টারে টিকিট বিক্রিতে বাড়তি ভাড়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ রুটে আজ সকাল থেকে সব ধরনের রেল চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

পরে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর সকাল সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলী সকাল দ্য ডেইলি স্টারকে বলেন, টিকিট কাউন্টারে অনিয়মের কারণে সকাল ৬টার দিকে উত্তেজিত জনতা রেললাইনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

তিনি সকাল ১০টার দিকে জানান, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে জয়দেবপুর জংশনে উত্তেজনা রয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, জয়দেবপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ভাড়া ৪৫ টাকা। কিন্তু সবসময় এই রুটে ৫০ টাকা করে রাখা হয়। আজকে এক যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটলে অন্য যাত্রীরাও ক্ষুব্ধ হন। পরে জংশনের সব যাত্রী একসঙ্গে হয়ে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ শুরু করেন।

জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলী জানান, যে দুজন বাড়তি দামে টিকিট বিক্রি করছিল তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কমলাপুর স্টেশন থেকে কর্মকর্তারা এসেছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।  

সকাল সাড়ে ১১টার দিকে বলাকা এক্সপ্রেসটি স্টেশন ছেড়ে যাওয়ার পর অন্যান্য রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়দেবপুর জংশনের কমকর্তা আবুল হোসেন।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

9m ago