কুমিল্লায় ৫ আগস্ট ‘বিজয় মিছিলে’ গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

আইনজীবী আবুল কালাম। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালাম ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ওই আইনজীবী মারা গেছেন।

নিহত আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ওসি বলেন, 'কুমিল্লায় গত ৫ আগস্ট সংঘর্ষে আইনজীবী গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছিল। এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।' 

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, আইনজীবী আবুল কালাম স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে কুমিল্লা শহরের রানীর দিঘিরপাড় এলাকায় বাস করতেন। ২০০২ সাল থেকে তিনি কুমিল্লা জেলা জজ আদালতে কাজ করছেন। 

তিনি বলেন, 'গত পাঁচ আগস্ট সন্ত্রাসীরা আইনজীবী আবুল কালামকে গুলি করে। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা হাইস্কুলের সামনে বিজয় মিছিলে স্থানীয় কাউন্সিলর রায়হানের সমর্থকরা হামলা করে। উভয় পক্ষের সংঘর্ষের সময় আইনজীবী আবুল কালাম গুলিবিদ্ধ হন।
 
একই সময়ে আহত হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কাইমুল হক রিঙ্কু।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago