সিএমএম আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক

সালমান এফ রহমান ও আনিসুল হককে আজ সন্ধ্যায় সিএমএম আদালতে নেওয়া হয়। ছবি: পলাশ খান/স্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে সেখানকার লকআপে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার প্রতিবেদক জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে নেওয়ার খবর পেয়ে গণমাধ্যমকর্মী, আইনজীবীসহ কয়েকশ লোক আদালত প্রাঙ্গণে ভিড় করেছে।

তাদের একটি মাইক্রোবাসে আদালতে নেওয়া হলেও, নিরাপত্তার জন্য মাইক্রোবাসের সামনে ও পেছনে ছিল প্রিজন ভ্যান।

এর আগে আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল রাজধানীর সদরঘাট এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুজনের ১০ দিন করে রিমান্ড চাওয়া হতে পারে বলে আদালতের উপ-পরিদর্শক লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago