জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু: পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু: পুলিশ
জাতীয় জরুরি সেবা | ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবার প্রধান অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ তবারক উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমাদের ট্রিপল নাইন সার্ভিস বন্ধ হয়নি, সীমিত আকারে চালু ছিল। গত ৬ আগস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় আমরা সার্ভিস দিতে পারছিলাম না।'

তবারক উল্লাহ বলেন, 'গতকাল দেশের প্রায় সব থানায় পুলিশ আবার কাজে ফিরেছে। আমরা এখন পূর্ণমাত্রায় ত্রিপল লাইন সার্ভিস দিচ্ছি।'

২০১৭ সালের ১২ ডিসেম্বর চালুর পর থেকে দুর্ঘটনা, বাল্যবিবাহ, অগ্নিকাণ্ড, পাচার ও সহিংসতার ক্ষেত্রে জরুরি সহায়তার জন্য সারা দেশে জনপ্রিয়তা অর্জন করে ৯৯৯। এমনকি কোনো কিছু হারিয়ে গেলে বা বন্যপ্রাণী উদ্ধারের মতো বিষয়ে সাহায্যের জন্য কল আসে ৯৯৯ নম্বরে।

বর্তমানে ৯৯৯ হেল্পলাইনে ১০০টি ওয়ার্ক স্টেশন রয়েছে এবং একবারে ১২০টি কল রিসিভ করতে পারে।

Comments