স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন করলেন স্ত্রী

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার রায়েরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার পর জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নারী।

আজ বৃহস্পতিবার ভোররাতে ওই ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া (৪০) একজন রিকশাচালক।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন তারা।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর ৪টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বানু তার স্বামীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

58m ago