হুমকি পেলে ৯৯৯ বা থানায় জানানোর অনুরোধ পুলিশের

সমাজবিরোধীরা কাউকে হুমকি দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, 'সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।'

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, 'কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।'

এ ধরনের হুমকির বিরুদ্ধে পুলিশ 'কঠোর আইনি ব্যবস্থা' নেবে বলেও জানায়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। কিন্তু তারা স্থানীয় পুলিশকে বিষয়টি না জানিয়ে বা থানায় কোনো অভিযোগ না করে তাদের শীর্ষ নেতাদের অবহিত করছেন।

সূত্রটি জানায়, এ পরিস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দপ্তর এই বিবৃতি দিয়েছে।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago