মিরপুর ১০ থেকে ফার্মগেটের দিকে হাজারো ছাত্র-জনতার মিছিল

আগারগাঁওয়ে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসছে মিছিল। 
ফাইল ছবি: মুনতাকিম সাদ/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে এগিয়ে আসছে।

আমাদের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, দুপুর পৌনে ২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান করছিল। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে প্রায় দুই হাজার মানুষ অবস্থান নেয়। এসময় মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল ছাত্র-জনতা। সেখানে সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় আশেপাশের গলি থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়। এর ১২ থেকে ২০ মিনিট পরেই সব মানুষ একসঙ্গে ফার্মগেটের দিকে এগোতে শুরু করে। তাদের হাতে বাঁশ, লাঠি এসব দেখা যায়। তবে তারা কোথাও আক্রমণ বা হামলা করেনি। তারা বলেন, যদি আমাদের ওপর আক্রমণ বা হামলা হয় তাহলে আমরা তা প্রতিরোধ করব। রাস্তায় পুলিশ বা সেনাবাহিনীর কোনো ব্যারিকেড দেখা যায়নি।

দুপুর পৌনে ২টার দিকে আন্দোলনকারী ছাত্র-জনতা কাজিপাড়া, শ্যাওড়াপাড়া পার হয়ে আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে অবস্থান করছিল। সেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসছে মিছিল।

 

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

1h ago