শেরপুরে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু

আকস্মিক বন্যায় ভেসে গেছে শেরপুরের বিস্তীর্ণ অঞ্চল। আজ শনিবার সকালে লালিতাবাড়ি উপজেলার গোল্লারপাড় এলাকার ছবি। ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

শেরপুরে আকস্মিক বন্যায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে মারা যান তারা।

তারা হলেন নালিতাবাড়ীর বাঘবের ইউনিয়নের বালুচর এলাকার রাহিজা বেগম (৪০) ও নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার কৃষক ইদ্রিস আলী (৭৫)।

বাঘবের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাবু রাহিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুস সাবু জানান, সন্ধ্যা ৭টার দিকে রাহিজা তার ছোট শিশুটিকে নিয়ে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হন। হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তিনি। তবে শিশুটি একটি উপড়ে যাওয়া গাছের শিকড় ধরতে পারায় বেঁচে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করেছে।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খলিসাকুড়া গারোবাজার থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে ভেসে যায় কৃষক ইদ্রিস আলী।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাহাড়ের ঢাল থেকে লোকজনকে সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন।

Comments