সাভার ও আশুলিয়া তৈরি পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মধ্যেই সাভার ও আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা করা হয়েছে।

দুপুর ১টার পর অনেক পোশাক কারখানা উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

তিনি জানান, বহিরাগতদের চাপেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। ছুটি ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারীদের সংগঠন বিজিএমইএ কোনো সিদ্ধান্ত নেয়নি।

কারখানা শ্রমিকদের নিরাপত্তায় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে সাভার প্রেসক্লাব ও আশুলিয়া প্রেসক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া সাভার ও আশুলিয়ায় তিনটি পুলিশ বক্স ভাঙচুর হয়েছে।

সন্ধ্যা ৬টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আশুলিয়া থানা ঘেরাও করার চেষ্টা চালাচ্ছিল আন্দোলনকারীরা। সেখানে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আশুলিয়ার বাইপাইল এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর কথা জানান।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

14h ago