মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত মিরপুর ১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে দুপুর ১টার দিকে গোলচক্কর কেন্দ্রিক সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতারা জানান, শুরুতে সংখ্যায় কম থাকলেও পরে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো বিক্ষোভকারী সেখানে ৯ দফা দাবিসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে মিরপুর ১০।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে সহিংসতায় নিহতদের স্মরণ করে 'আমার ভাই মরল কেন'সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এসময় সড়কে কয়েকজনকে সেইসব স্লোগান লিখতে দেখা যায়।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুড়ে যাওয়া ট্রাফিক বক্সকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন।
এসময় পুলিশ সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, মিরপুরের আর কোথাও আজ জমায়েত নেই। এখানেই সবাইকে আসতে বলা হয়েছে। এখানেই বড় সমাবেশ হবে।
Comments