সবার সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, একক কারও সঙ্গে নয়: কেয়া পায়েল

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

কেয়া পায়েল নতুন প্রজন্মের অভিনেত্রী। ৬ বছর ধরে অভিনয় করছেন। এ পর্যন্ত শতাধিক নাটক প্রচার হয়েছে। অপূর্ব, জোভান, ফারহান থেকে শুরু করে অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।

দেশের চলমান পরিস্থিতে টিভি নাটকের শুটিং বন্ধ আছে। কেয়া পায়েলও ঘরবন্দি আছেন। তিনটি নাটকের শুটিং বাতিল হয়েছে তার।

তিনি বলেন, 'পরিবারের সঙ্গেই সময় কাটছে। অনেকদিন পর পরিবারকে প্রচুর সময় দিচ্ছি।'

চলতি মাসের ৩১ তারিখ থেকে নতুন করে শুটিংয়ে ফিরছেন কেয়া পায়েল। একটি নাটক পরিচালনা করবেন ভিকি জাহেদ। অপরটি পরিচালনা করবেন মোহন আহমেদ।

তিনি বলেন, 'বেশ কিছুদিন শুটিং ছিল না। নতুন করে শুটিংয়ে ফিরছি। আশা করছি নাটক দুটোর শুটিং ভালোভাবে করতে পারব।'

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য এক ঘণ্টার নাটক করেছেন তিনি। মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকটির নাম জয়েন্ট ফ্যামিলি।

ধারাবাহিক না করার কারণ জানতে চাইতে কেয়া পায়েল বলেন, 'অনেকগুলো ধারাবাহিকের প্রস্তাব পেয়েছি। কিন্তু এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই। ধারাবাহিক না করার অন্যতম কারণ শিডিউল মেলানো।'

এখন ওটিটির সময় অথচ আপনাকে দেখা না যাওয়ার কারণ কী-জানতে চাইলে তিনি বলেন, 'প্রস্তাব পেয়েছি। অনেকদিন ধরেই প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনের মতো চরিত্র ও গল্প পেলেই করব। আমি চাই ওটিটির শুরুটা স্পেশাল কিছু দিয়ে হোক। যা দেখে দর্শকরা অনেকদিন মনে রাখবে। আমিও অভিনয় করে তৃপ্তি পাব।'

টিভি নাটকের শিল্পীরা অনেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনি কবে অভিনয় করছেন চলচ্চিত্রে? জানতে চাইলে কেয়া পায়েল বলেন, 'ইচ্ছে আছে। দুই দিন আগেও অনুদানের একটি সিনেমার প্রস্তাব পেয়েছি। তা ছাড়া আগেও প্রস্তাব পেয়েছি। অনুদানের সিনেমার চরিত্র ও গল্প পছন্দ হলে অবশ্যই করতাম। আপাতত নাটকেই অভিনয় করতে চাই। ভবিষ্যতে যদি পছন্দের মতো গল্প পাই, পছন্দের মতো চরিত্র পাই, তাহলে সিনেমা নিয়ে ভাবব।'

কেয়া পায়েল ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালে। ৬ বছরের ক্যারিয়ারে অপূর্বসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

তিনি বলেন, 'সম্প্রতি একা একা একটি হিসেব করেছি। হিসেব করে দেখলাম জোভানের সঙ্গে ৫০টির মতো করেছি গত ৬ বছরে। তা ছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গেও অনেক নাটক করেছি। ফারহানের সঙ্গে অনেক নাটক করেছি, তৌসিফের সঙ্গে নাটক করেছি। ইদানিং ইয়াশ রোহান এবং খায়রুল বাশারের সঙ্গেও নাটক করছি।'

কোন নায়কের সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? এর জবাবে তিনি বলেন, 'সত্যি কথা বলতে, সবার সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। একক কারও সঙ্গে নয়।'

নিজের অভিনীত নাটক সময় পেলেই দেখেন কেয়া পায়েল। দেখার পর নিজস্ব মতামত প্রকাশ করেন।

তিনি বলেন, 'নিজের কাজ দেখি। প্রচার হওয়ার সময় দেখতে না পেলেও পরে ঠিকই দেখে নিই। নিজের নাটক দেখে মনে হয় আরও বেটার করতে হবে। মনে হয় পারফেক্ট নয়। খুঁতগুলো ধরা পড়ে। বার বার ভাবি, আরও ভালো করতে হবে।'

নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন।

তিনি বলেন, 'আরও ভালো ভালো চরিত্র করতে চাই। মানুষের মাঝে অভিনয় দিয়ে সারাজীবন বেঁচে থাকতে চাই। নাটক, সিনেমা, ওটিটি-যাই করি না কেন, ভালো কিছু করতে চাই। দিন শেষে দর্শকরা ভালো অভিনয়ের কথাই মনে রাখবে। আমিও সেভাবে এগিয়ে যেতে চাই।'

সবশেষে জানতে চাই আপনার নিজের কাছে বিনোদন কী?

কেয়া পায়েল বলেন, 'পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো আমার কাছে সেরা বিনোদন।'

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

1h ago