আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী
খালিদ মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত

দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'আইনশৃঙ্খলাবাহিনীর কোনো সদস্যকে কোনো ধরনের গুলির নির্দেশ দেওয়া ছিল না। কিন্তু রংপুরে কীভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো তা তদন্তের বিষয়। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি জানাতে চাই।'

গত ১৮ জুলাই ভাঙচুর হওয়া দিনাজপুরের বসুনিয়াপট্টিতে দিনাজপুর জেলা আ.লীগ ও দিনাজপুর সদর উপজেলা আ.লীগের কার্যালয় পরিদর্শন শেষে আজ শনিবার তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, 'ঢাকার যে রেসিডেন্সিয়াল স্কুলের যে ছাত্রকে হত্যা করা হয়েছে সেই ছাত্রের সেখানে যাওয়া কথা নয়। স্কুল থেকে ২৭ নম্বরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কে গুলি করেছে, কারা গুলি করেছে তা দেখার বিষয়।'

'এসব ঘটনার আমরা বিচার দাবি করি। কারণ এই হত্যাকাণ্ড আওয়ামী লীগের ওপরে আইনশৃঙ্খলার বাহিনীর ওপরে চাপিয়ে দেয়ার হিন প্রচেষ্টা্ হচ্ছে, যা সমগ্র পৃথিবীতে প্রচার করা হচ্ছে', যোগ করেন তিনি।

সংকট মোকাবিলায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'তারা বিগত বছরগুলোতে বেশ কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এখন ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশের উন্নয়নকে ব্যহত করছে।'

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও দিনাজপুরের এসপি শাহ ইফতেখার আহমেদসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

2h ago