কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার আহ্বান

এক বিবৃতিতে এই আহ্বান জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
ছবি: সংগৃহীত

দেশে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়।

বাসদের (মার্কসবাদী) বিবৃতিতে বলা হয়, হত্যাযজ্ঞের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে, কারফিউ তুলে নিয়ে অবিলম্বে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে, ছাত্রদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তার বন্ধ করতে হবে এবং ছাত্রদের ন্যায্য দাবি মানতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিবৃতিতে চারটি দাবি জানিয়েছে। সেগুলো হলো—ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে; ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা ও হত্যার সঙ্গে জড়িত সরকারের মন্ত্রী-পুলিশ-র‌্যাব-বিজিবির কর্মকর্তা ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে; অবিলম্বে কারফিউ ও সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে, ইন্টারনেট চালু করতে হবে, পুলিশ-বিজিবি-র‌্যাবকে প্রত্যাহার করতে হবে ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং আন্দোলনের সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, আব্দুল কাদেরসহ নিখোঁজ সব আন্দোলনকারীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে, আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

Comments

The Daily Star  | English
police reform goals in Bangladesh

Police’s reform proposal seeks even less oversight

The police want the power to investigate complaints against its members, reforming the current system that requires the home ministry’s involvement when the officer facing charges is of a certain rank.

3h ago