বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির পর থেকে এই যৌথ অভিযান চলছে।

বান্দরবানের রুমা উপজেলার সৈকতপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির পর থেকে এই যৌথ অভিযান চলছে।

সেনাবাহিনীর সমন্বয়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা এই অভিযানে অংশ নিচ্ছেন।

Comments