কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ
ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মো. মোস্তাফিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকে ডাকাতি করতে আসা তিনজন আত্মসমর্পণ করেছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, একদল ডাকাত ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। তাদের মধ্যে অস্ত্রসহ তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের বয়স আনুমানিক ২০-৩০ বছর।
র্যাব আরও জানায়, ডাকাত দলের তিনজন ভেতরে প্রবেশ করে। আর বাকিরা বাইরে অবস্থান করছিল।
এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ ডেইলি স্টারকে বলেন, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।
Comments