কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান: পুলিশ

ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর সঙ্গে রূপালী ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা বাইরে ঘিরে রেখেছি। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ ডেইলি স্টারকে বলেন, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

24m ago