নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় লাঠি-লোহার পাইপ হাতে ছাত্রলীগের অবস্থান

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পিয়াস প্রধানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশ, লাঠি ও লোহার পাইপ হাতে সেখানে আছেন।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে লাঠি ও লোহার পাইপ হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান। ছবি: স্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে লাঠি ও লোহার পাইপ হাতে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷ আজ বিকেল ৪টার দিকে তারা সেখানে অস্থান নেন৷

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পিয়াস প্রধানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশ, লাঠি ও লোহার পাইপ হাতে সেখানে আছেন।

এদিকে, বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে একটি স্ট্যাটাস দেন৷

স্ট্যাটাসে তিনি লেখেন, 'একটি কথা মনে রাখবে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও ছাত্রনেতৃবৃন্দ— তোমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীরা কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোন বিএনপি, জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঘটালে ওই ষড়যন্ত্রকারিদের দাতভাঙা জবাব দিতে হবে। আমাদের যুদ্ধ দেশবিরোধী ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে নয়, বিশেষ করে নারায়ণগঞ্জে। এই অবস্থায় তোমরা সবাই সচেতন, সজাগ ও সর্তক থাকবে।'

সাইনবোর্ড মোড়ে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা ইমতিনান ওসমান অয়নের অনুসারী বলে পরিচিত৷

এদিকে, বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনের বিরুদ্ধে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়েছে৷ সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা৷

Comments