খাগড়াছড়ির পথে সাজেকে আটকা পড়া ৭ শতাধিক পর্যটক

‘সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিচ্ছে।’
খাগড়াছড়ির পথে সাজেকে আটকা পড়া ৭ শতাধিক পর্যটক
ফিরতে শুরু করেছেন সাজেকে আটকা পড়া পর্যটকরা | ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় সাজেকে আটকা পড়া সাত শতাধিক পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়।

সাজেক কটেজ মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় চাকমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেকের হিল ভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্র বলেন, 'সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমতে শুরু করেছে। সাড়ে ১১টার দিকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। দীঘিনালা এলাকার কিছু অংশ নৌকায় পার হয়ে তারা খাগড়াছড়ি পৌঁছাবেন।'

সাজেক জিপ মালিক সমিতি সাধারণ সম্পাদক অরুন কুমার দে বলেন, 'সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিচ্ছে।'

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, 'সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমে গেছে। ইতোমধ্যে পর্যটকরা খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা দিয়েছে।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago