আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চালু
৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানায়।
কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার সকালে ১৪৯৬ মেগাওয়াট কয়লাভিত্তিক আদানি গ্রুপের কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পিডিবির মুখপাত্র শামীম হাসান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে একটি ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে।
দুপুর ১১টা ২০ মিনিটে তিনি বলেন, 'এখন ৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।'
পিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্ল্যান্টের সার্কুলেটিং ওয়াটার পাম্পের একটি ভাল্বে ফুটো পাওয়া গিয়েছিল, যার কারণে তারা জোর করে কারখানার ইউনিটটি বন্ধ করে দেন।
ঈদের ছুটিতে কেন্দ্রটির আরেকটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে গেছে, যা চলতি সপ্তাহে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
Comments