বকেয়া না দিয়ে কারখানা বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুরে থেকে হারিকেন পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়।
বকেয়া বেতন না দিয়ে কারাখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের টি আর জেড পোশাক কারখানা শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকালে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া না দিয়ে কারখানা বন্ধ ঘোষণায় টি আর জেড পোশাক কারখানা শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুরে থেকে হারিকেন পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়।

জানা গেছে, কারাখানা বন্ধের প্রতিবাদে কারখানাটির দুই শতাধিক শ্রমিক ও স্টাফ বিক্ষোভ করছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার সামনে থেকে মিছিল বের করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) অশোক কুমার বর্মণ বলেন, শ্রমিক বিক্ষোভে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কারখানার একাধিক শ্রমিক জানান, প্রতিদিনের মতো আজও সকালে কারখানায় কাজ করতে গিয়ে দেখেন কারখানার গেইটে তালা। কারখানা চালু করার দাবি জানান তারা।

শ্রমিকরা আরও জানায়, তাদের মে মাসের বেতন এখনো দেয়নি। তাছাড়া জুন মাস প্রায় শেষ। এসময় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের কী হবে?

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা শাখার সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, শ্রমিকরা কারখানা গেইটে তালা দেখে বিক্ষোভ শুরু করেছে।

টি আর জেড কোম্পানি পরিচালক মোহাম্মদ অপু মিয়ার ফোনে কল করা হলেও সাড়া দেননি তিনি।

Comments