আবারও জলমগ্ন সিলেট নগরী, আকস্মিক বন্যার আশঙ্কা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের সকাল সাড়ে ১১টার চিত্র। ছবি: শেখ নাসির/স্টার

সিলেট নগরীতে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

প্রবল বর্ষণে তলিয়ে গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল উপশহর, কাজলশাহ, দরগামহল্লা, কালীঘাট, বাগবাড়ী, মাছিমপুরসহ নগরীর বিভিন্ন এলাকা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০৫ মিলিমিটার এবং পরবর্তী তিন ঘণ্টায় আরও ৮১ মিলিমিটার বৃষ্টিপাত সিলেট স্টেশনে রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব দ্য ডেইলি স্টারকে জানান, সিলেটের আকাশে বজ্রমেঘ অবস্থান করছে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক বজ্রপাতও হতে পারে।

এরই মধ্যে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৩৮৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাহাড়ি ঢলের পানিতে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago