আমিরাতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, নিহত অন্তত ১

ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাইর একটি সড়ক। ছবি: রয়টার্স
ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাইর একটি সড়ক। ছবি: রয়টার্স

গত কয়েকদিন ধরে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ঝড়, বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। বন্যার কবলে পড়ে অন্তত একজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

গত ২৪ ঘণ্টায় আবুধাবি প্রদেশের আল আইন শহরে সর্বোচ্চ ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৪৯ সালে জাতীয় আবহাওয়া কেন্দ্র স্থাপিত হওয়ার পর এটাই সর্বোচ্চ নথিভুক্ত বৃষ্টিপাত।

মঙ্গলবার দিনের শেষভাগে বৃষ্টিপাত কমে আসে। তা সত্ত্বেও আজ বুধবার সকাল থেকেই দুবাই বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। এমিরেটস এয়ারলাইন্স এর বেশ কিছু ফ্লাইটে চেক-ইন স্থগিত রাখা হয়।

ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাই। ছবি: রয়টার্স
ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাই। ছবি: রয়টার্স

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ফ্লাইট শিডিউল উল্লেখযোগ্য আকারে বিঘ্নিত হয়েছে। অসংখ্য ফ্লাইটকে ভিন্ন দেশে অবতরণ করতে বলা হয়েছে বা আগমন বিলম্বিত করা হয়েছে।

দুবাই ছাড়তে আগ্রহী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইট শিডিউল সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে জানানো হয়, 'অত্যন্ত বৈরি পরিবেশে আমরা বিমানবন্দরের কার্যক্রম স্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

এমিরেটস জানিয়েছে, ট্রানজিট যাত্রীদেরকে পরবর্তী গন্তব্যের উদ্দেশে যেতে দেওয়া হবে, কিন্তু বিমানসংস্থাটি সতর্ক করে, ফ্লাইটের আসা-যাওয়া বিলম্বিত হবে। দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে কিছু ফ্লাইটের আসার ও ছেড়ে যাওয়ার সময় একাধিক ঘণ্টা পেছানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, আরব আমিরাতের এক বর্ষীয়ান নাগরিক (৭০) মঙ্গলবার সকালে মারা গেছেন। দেশের উত্তরের রাস আল খায়মাহ প্রদেশে আকস্মিক বন্যায় তার গাড়িটি ডুবে যায়।

ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাই। ছবি: রয়টার্স
ভারী বৃষ্টিতে প্লাবিত দুবাই। ছবি: রয়টার্স

আরব আমিরাতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভারী বৃষ্টিপাতে দেশের কিছু অংশে উল্লেখযোগ্য পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে, যার মধ্যে আছে ধসে পড়া সড়ক ও দালান। এগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে।

দুবাইর ১২ লেনের মহাসড়ক শেখ জায়েদ রোড আংশিকভাবে বন্যার পানিতে ডুবে গেছে। যার ফলে মঙ্গলবার প্রায় এক কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে অপেক্ষমাণ যাত্রীদের কয়েক ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়।

 

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

54m ago