মন্ত্রিসভার সিদ্ধান্ত

শাহবাগ থানা যাচ্ছে সাকুরা রেস্টুরেন্টের জায়গায়

‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা।
শাহবাগ থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা স্থানান্তর করা হবে। শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের জায়গায় থানা স্থানান্তর করা হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সিদ্ধান্তের ফলে  'সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে বাধা রইল না।

মন্ত্রিসভার এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, 'সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা।

বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে পর শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয় এর আগেও এ বিষয়ে চেষ্টা-তদবির করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা সরানোর উদ্যোগ নেয়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও থানা স্থানান্তরের বিরোধিতা করে আসছিল। 

Comments