ছাত্রলীগের হামলায় আহতসহ ২০ জনকে ঢামেক থেকে আটক করল পুলিশ

শুক্রবার বিকেলে ঢাবিতে আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা করে ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সভায় হামলা চালায় ছাত্রলীগ।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

হামলায় আহত ১২ নেতাকর্মীকে তাৎক্ষণিক ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের দেখাশোনা করছিলেন ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন কর্মী।

তারা জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ছাত্রলীগ তাদের ওপর আবার হামলা চালায়।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের উপস্থিতিতে হাসপাতালেই ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ আমাদের কয়েকজন নেতাকর্মীকেই আটক করে থানায় নিয়ে যায়।'

আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় কমিটির তারিকুল ইসলাম, নাজমুল হাসান, সানাউল্লাহ, মামুনুর রশীদ, তৌহিদুল ইসলাম তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আখতার, সেক্রেটারি আকরাম, ইউসুফ রাকিব, আবু কাওসারের নাম উল্লেখ করেন তিনি।

জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ ডেইলি স্টারকে বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য ছাত্র অধিকার পরিষদের ২০ জনকে আটক করা হয়েছে। বিকেলের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago