সুবিধাবঞ্চিত নারীদের ৪০ বিলিয়ন ডলার ঋণ দেবে গ্রামীণ আমেরিকা

ঋণ দেবে গ্রামীণ আমেরিকা, নারী উদ্যোক্তাদের জন্য ঋণ, গ্রামীণ আমেরিকা, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রঋণ সংস্থা, গ্রামীণ আমেরিকা ক্ষুদ্রঋণ কার্যক্রম, ৪০ বিলিয়ন ডলার ঋণ, গ্রামীণ আমেরিকার ঋণ, গ্রামীণ আমেরিকা কার্যক্রম, গ্রামীণ আমেরিকার ঋণ বিতরণ,
ছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের রাজধানী ফিনিক্সে নতুন শাখার কার্যক্রম শুরু করেছে দ্রুত বর্ধনশীল অলাভজনক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা ইনকরপোরেটেড (জিএআই)।

ওয়েলস ফার্গো ফাউন্ডেশনের অনুদান সহযোগিতায় নতুন শাখার এই কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনিক্সে গ্রামীণ আমেরিকার কার্যক্রম সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের জন্য সহজে ও অল্প খরচে পুঁজির সুবিধা নিশ্চিত করণ এবং প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিতে ওয়েলস ফার্গো আগামী তিন বছরে তিন দশমিক ২৫ মিলিয়ন ডলার অনুদান দেবে।

গ্রামীণ আমেরিকা আশা করছে, ফিনিক্সে ২০২৬ সালের মধ্যে দুই সহস্রাধিক নিম্ন আয়ের নারীকে প্রায় ১৪ মিলিয়ন ডলার ঋণপুঁজি বিতরণ করা সম্ভব হবে। চালুর পরে ইতোমধ্যে ১৩০ নারী উদ্যোক্তাকে তিন লাখ ২৭ হাজার ডলারের বেশি ঋণপুঁজি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, নারীদের মাধ্যমে পরিচালিত গ্রামীণ আমেরিকা চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন ব্যবসা উদ্যোগে অল্প খরচে চার বিলিয়নেরও বেশি পুঁজি বিতরণ করেছে। প্রতি বছর এক বিলিয়ন ডলার ঋণপুঁজি বিতরণের মধ্য দিয়ে গ্রামীণ আমেরিকা দরিদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প খরচে ব্যবসায় পুঁজি পৌঁছে দেওয়ার যুগান্তকারী মাইলফলক অতিক্রম করছে।

এই অর্জনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্ষুদ্রঋণ সংস্থা হিসেবে গ্রামীণ আমেরিকার অবস্থান আরও শক্তিশালী হলো।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যের ২৭টি শহরে এক লাখ ৯৭ হাজারের বেশি নারী উদ্যোক্তার কাছে চার বিলিয়ন ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। ঋণ পরিশোধের হার ৯৯ শতাংশের বেশি। সংস্থাটি এখন ২০৩৩ সালের মধ্যে দেশটির দরিদ্র নারী উদ্যোক্তাদের মধ্যে ৪০ বিলিয়ন ডলার ঋণপুঁজি বিতরণের পরিকল্পনা নিয়েছে।

Comments

The Daily Star  | English

Exporters fear losses as India slaps new restrictions

Bangladesh’s exporters fear losses as India has barred the import of several products—including some jute items—through land ports, threatening crucial trade flows and millions of dollars in earnings.

5h ago